Android phone আর কখনই FRP Lock হবে না

Frp লক কি?  FRP = Factory Reset Protection মানে এটি এমনই একটি লক যদি আপনার ফোনের সাধারণ স্ক্রিন লক খোলার জন্য কেউ আপনার ফোন রিকভারি ফ্যাক্টরি মোডে গিয়ে রিসেট করে অথবা পিসি দিয়ে ফ্লাস করে তাহলে আপনার ফোন আরও শক্তিশালীভাবে লক হয়ে যাবে। অর্থাৎ রিসেট করার পূর্বে আপনি যে জিমেল লগিন করেছিলেন সেটিতে লগিন করে আপনার ফোন চালু করতে হবে নয়তো স্বাভাবিকভাবে ফোন চালু করা যাবেনা। তবে পিসি দ্বারা লকটি ভেঙে ফেলা যায় এমনকি পিসি ছাড়াও লক অতিক্রম করে ফোন চালু করা যায় কিন্তু সবাই এটি পারবেনা। প্রতিটি ফোন কোম্পানি সকল এনড্রয়েড ফোনে সুবিধাটি দিয়ে থাকে।

কিভাবে FRP লক On বা Off করবেন? : এটি চালু বা বন্ধ করার সরাসরি কোন সিস্টেম নেই। এনড্রয়েড 5 থেকে 9 পর্যন্ত সকল ফোনে এই সিস্টেম টি বিল্ট ইন ভাবে দেয়া থাকে। আপনি যখন ফোনে জিমেল লগিন করবেন তখন অটোমেটিক এটি চালু হয়ে যায়। তবে কোন ব্রাউজার দিয়ে লগিন করলে হবেনা।  আপনাকে ফোনের Settings > Account এ গিয়ে জিমেল লগিন করতে অথবা গুগলের এপসমূহ যেমন Gmail,  Youtube,  Crome,  Drive সহ যেকোন গুগলের এপ দিয়ে লগিন করলেও হবে। আর ফোনে জিমেল লগিন থাকা অবস্থায় ফোন রিসেট করলে তখন এই জিমেল লগিন করা ছাড়া ফোন চালু করা যাবেনা।

তাই FRP Lock থেকে বাঁচার উপায় হলো আপনি যখনই আপনার ফোন রিসেট করবেন তখন আপনি ফোন থেকে সবগুলো জিমেল লগআউট করে দিবেন তখনই এই লক বন্ধ হয়ে যায়।  তারপর রিসেট করলে তখন কোন জিমেল লগিন করা ছাড়াই ফোন চালু করা যাবে এবং FRP Lock দেখাবে না।

এজন্য আপনি রিসেট করার আগে setting > account এ গিয়ে সব account এ আলাদা করে press করে more এ গিয়ে Remove Account করে দিবেন। তাহলেই আপনার কাজ শেষ। এরপর রিসেট দিলে আর FRP Lock  দেখাবে না।

আরেকটা উপায় হল আপনি যে gmail account দিয়ে প্রথম সেটটি চালু করেছিলেন রিসেট দেয়ার পর সেটি দিলেও আর FRP Lock দেখাবে না।

আশা করছি সবাই উপকৃত হবেন।  কোন জায়গায় সমস্যা হলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।